পাঞ্জাপাড়া লেন
পাঞ্জাপাড়া লেন স ম আজাদ হে পরিব্রাজক আপনি টাঙ্গাইল এলে অবশ্যি পাঞ্জাপাড়া লেনে আসবেন আমাদের অপার সম্ভাবনার ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ পাঞ্জাপাড়া লেন। সাবালিয়া বটতলা থেকে বাণী তীর্থ মন্দিরে তোমার আবাহন। সকালবেলায় লাল সিঁদুরের টিপ পড়ে ব্যস্ত পদক্ষেপে বৌদি ধাবমান অফিস পানে ওদিক থেকে বের হন গাঢ় লাল রঙের হিজাব পড়ে তরুণী কর্মজীবি। কাস্তে, বেলচা, কোদাল হাতে ধাবমান মজুরের দল। ওদের রাঙানো লাল, ওদের হাতিয়ার আমার মস্তিষ্কের নিউরনে প্রতীকায়িত হয় কমিউনিস্ট বিপ্লব। পূর্ব প্রান্তে জামে মসজিদ পশ্চিমে কালী মন্দির সন্ধ্যেবেলায় মসজিদে আজানের সুললিত সুরে নামাজের আহ্বান। মন্দিরে তাঁর শঙ্খ ধ্বনি ভক্তগণের ডাক তাঁরি প্রার্থনার। তুমি বহুমাত্রিক তুমি সমাজতান্ত্রিক তোমার চারপাশে সংখ্যাগুরুর সাথে সংখ্যালঘুর সৌহার্দিক সম্মিলন। হে পরিব্রাজক আপনি অবশ্যি আসবেন আমাদের পাঞ্জাপাড়া লেনে!