পোস্টগুলি

এপ্রিল, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্ত্রীর হেজিমনি

ছবি
আমার জীবন প্রায় নির্বঘ্নে  কেটে গেল যার অাধিপত্যে, তার উদ্দেশ্যে এটি লিখেছিলাম। স্ত্রীর হেজিমনি স ম আজাদ এই মহাবিশ্বে বিচিত্র বিবিধ হেজিমনি আছে জীবন ও উত্তর জীবনে ঈশ্বরের হেজিমনি ইহজীবনে নানা দার্শনিক হেজিমনি। রাষ্ট্রের হেজিমনি যাতে স্বাধীনতা ও ব্যক্তির অধিকারের সীমানা সংকুচিত। শাসক শ্রেণীর ভাবাদর্শের হেজিমনি যা ব্যক্তির চিন্তন জগতে আধিপত্যশীল। আর আছে সবার উপরে স্ত্রীর হেজিমনি নন্দিত নরক সদৃশ এই সংসার জীবনে নির্ভার নিঃশঙ্ক নির্ভয়   সকল স্বামীকুল স্ত্রীর হেজিমনিতে।

অ্যারিস্তোতল আমায় ব্যাথিত করে

ছবি
অ্যারিস্তোতল আমায় ব্যাথিত করে                                             স ম আজাদ                                                   তোমায় দিয়ে রাজনীতি শাস্ত্র ঋদ্ধ জনকের সম্মান তোমার প্রাপ্য তোমায় দিয়ে জীববিজ্ঞান সমৃদ্ধ প্রতিষ্ঠাতার সম্মান তোমার প্রাপ্য জ্ঞানতত্ত্বে তুমি মহাজ্ঞানী হিমালয় সম কিন্তু হায় দেমোক্রিতাসের পরমাণু তত্ত্বে তোমার অস্বীকৃতি এবং দাস প্রথায় তোমার নিরংকুশ স্বীকৃতি আমায় ব্যথিত করে।