মুড়ির টিন বাস ও কিশোর প্রেম
মুড়ির টিন বাস ও কিশোর প্রেম স ম আজাদ রাজপথের পরে যমুনা রেসোর্ট থেকে টাঙ্গাইলের পথে তুমি বসেছিলে কিশোর প্রেমিকে র পাশে মুড়ির টিন লোকাল বাসে। চারপাশের হলুদ সরিষা ক্ষেত দ্রুত ধাবমান। সে তোমার পাশে তার মাথা তোমার কাঁধে ত োমার গাঢ় কালো চুল কোকড়ানো ও ঢেউ খেলানো। তুমি এই প্রথম এসেছিল ে তার সাথে কলেজ পালিয়ে প্রিয় বাবা-মার চোখ ফাঁকি দিয়ে। সেদিন তোমার ছিল জীববিজ্ঞানের ক্লাস কিন্তু কৈশরক প্রেমের তীব্র টানে তুমি জয় করেছিলে হিমালয় সম বাঁধা। এখনতো ফেরার সময় আবার কবে দেখা হবে জানো না তুমি জানে না তোমার কিশোর প্রেমিক তাইতো বাস ভর্তি গ্রামীণ যাত্রীর চোখ ভর্তি কৌতুহল থোড়াই কেয়ার করে সে এঁকে দেয় তোমার কপোলে সুদীর্ঘ গভীর চুম্বন। আর তুমি উদ্বেলিত হয়ে লুটিয়ে পড়ো তার কোলে।