রুশ বিপ্লব শত বর্ষে
রুশ বিপ্লব শত বর্ষে স ম আজাদ হে কমান্দান্তে বার্লিন দেয়ালের পতনের পর তুমি বলেছিলে ‘আন্তর্জাতিকতাবাদ ঘর থেকে শুরু করতে হয়’ আর বলেছিলে মৃত্যুর পর যেন তোমার নামে কোনো কিছুর নাম করা না হয় লেনিনের আত্মাও নিশ্চয় কষ্ট পাচ্ছিলো তার দেহকে রেড স্কোয়ারে ওভাবে মমীকৃত করায় ‘মূর্তি যিনি ভাঙ্গেন তার নিজেরই যে মূর্তি হওয়ার সম্ভাবনা থাকে’ গণতান্ত্রিক-কেন্দ্রিকতা ছাপিয়ে কেন্দ্রিকতায় ভরকেন্দ্র সরে আসে এক সময় নীচ থেকে সমাজতন্ত্র হয় উপর থেকে সমাজতন্ত্রে আমলাতান্ত্রিক সিসিকে কেন্দ্র করে বিকশিত হয় রাষ্ট্রীয় পুঁজিবাদ রাষ্ট্রীয় পুঁজিবাদের খোলস ভেঙ্গে ব্যক্তি পুঁজিতন্ত্রীদের রাষ্ট্র সঙ্গে ক্ষুধা-দারিদ্র্য-পতিতাবৃত্তি-গৃহযুদ্ধ- মানবিকতার পতন সমতাবাদী মানবিকতার উত্থানে প্রাসঙ্গিক রুশ বিপ্লব।