পোস্টগুলি

আগস্ট, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
 ফ্রাংকেনস্টাইন ও তার মনস্টার স ম আজাদ রাত গভীর জানালা খোলা ল্যাম্পপোস্টের বাতি আলো ছড়াচ্ছে তাতে বরং অন্ধকারই প্রকট কালো টাকার মালিকের দামী কোরবানীর পশু সমাজের কুৎসিত অসমতাকে প্রকটিত করে রাস্তার ধারের চা বিক্রেতা বলেন, "মসজিদ পাকা, নামাজীর ঈমান দুর্বল আলোর ফেরিওয়ালা কহেন, কাঁচা স্কুল ঘরে পাকা শিক্ষক ছিলেন, এখন পাকা স্কুল ঘরে কাচা শিক্ষক শিক্ষার্থী মেতে উঠে গণ-টোকাটুকিতে সুযোগ পেলেই শিক্ষকের পাহারায় আইনের দৃঢ় পাহাড়ার ফাঁক-ফোকর দিয়ে অনৈতিকতা দাঁত বের করে হাসে পোস্ট মডার্ন পুত্র স্ব-স্ত্রীক প্রমোদ ভ্রমনে মত্ত অসুস্থ মাকে ফেলে এ এক ফ্রাংকেনস্টাইনের সৃষ্ট ভয়ংকর মনস্টারের দুনিয়া ব্যাপী দাপাদাপির কাল। আমাজন জ্বলছে নিরোরা বাশি বাজিয়ে চলছে।