পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভেড়ার পাল

ভেড়ার পাল স ম আজাদ ভেড়ার পাল চড়ে বেড়ায় সদ্য ধান কাটা অর্ধ কর্দমাক্ত ক্ষেতে দু'টি শিশু মাছ ধরতে বৃথাই চেষ্টা করে প্রখর রৌদ্র তাপে অবশেষে ক্লান্ত হয়ে গেঞ্জির প্রান্ত দিয়ে ঘাম মোছে ওরা খালোইয়ের তলায় সামান্য কয়েকটি মাছ লাফালাফি করে পাশের ক্ষেতে গরু ঘাস খেতে ব্যস্ত বৃদ্ধ কৃষক ছাতা মাথায় ক্ষেতের বাতরে বসে বুনো কচুর পাতা ধ্রুপদী নৃত্যে দোলে ওঠে বাতাসের ঢেউয়ে আয়াসে বসে কাঁঠাল পাতা চিবুচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগ শিশু ওদের মা নিঃচিন্তে ঘুমুচ্ছে অলস শিক্ষার্থী ঘরমুখো ছুটির বেলের আগেই।।