পোস্টগুলি

জুন, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েরে মৌলসমূহের অক্সাইডের অম্ল-ক্ষারক ধর্ম স ম আজাদ

 

ফরিদপুর আমার ফরিদপুর স ম আজাদ

  ফরিদপুর আমার ফরিদপুর এখনও চোখে ভাসে কুমার নদ নদের লঞ্চঘাট। শৈশবের প্রথম সাঁতার শেখার রোমান্স সাঁতরে ওপার গিয়ে রিঠার গোটা সংগ্রহ রিঠার গোটা দিয়ে মাথা পরিষ্কারের ব্যর্থ প্রয়াস নদী থেকে ফিরলে মায়ের মৃদু বকুনি আমার ফরিদপুর মুক্তিযুদ্ধের রাতে ঘুম ভেঙ্গে যেতো দূরে কোথাও হানাদার বাহিনীর ওপর মুক্তিযোদ্ধাদের অ্যামবুস শুনতে পাই ধীরে ধীরে এগিয়ে আসছে মুক্তিযোদ্ধারা দরিদ্র কৃষকের চোখ চকচক করে এই বুঝি সমতাবাদের যুগ এলো অবশেষে একদিন এলো মহা-মাহেদ্র ক্ষণ মুক্তিযোদ্ধারা প্রবেশ করলো বিজয়ীর বেশে সারা শহর আনন্দে মেতে উঠলো মুহুর্মুহু মুক্তির শ্লোগান, বন্দুকের ব্লাংক ফায়ারে আনন্দ উল্লাস এক কিশোর সেই আনন্দ উৎসবের ভীড়ে একাত্ম হয়।

বিটিভিতে নৃত্যের তালে তালে অনুষ্ঠানে সাম্যের দলীয় নৃত্য।

ছবি

নজরুল সঙ্গীত: মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম

ছবি