পোস্টগুলি

নভেম্বর, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিপন্ন মানবতা

বিপন্ন মানবতা স ম আজাদ চারিদিকে মানবতা মুষড়ে পড়ে দ্রোণ, জেট-ফাইটার, নিউক্লিয়ার সাবমেরিন ইহাদের আত্যন্তিক ভীড়ে মানবতা পিষ্ট হয়। আফ্রিকায়, পশ্চিম এশিয়ায়, ল্যাটিন আমেরিকায় সারা গ্রহ জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ (অ-)গণতান্ত্রিক দাপাদাপিতে মানুষের প্রাণ আজ বড়ই ওষ্ঠাগত। মানুষের দরকার একমুঠো শান্তি একমুঠো স্বস্থি। কিন্তু হায় শান্তি দূরাস্তগামী।  15/11/2015

সমুদ্রের মন ভালো নেই

সমুদ্রের মন ভালো নেই [কক্সবাজার থেকে ফিরে এসে] স ম আজাদ তোমরা প্রতিদিন আসো বিলাসী ভ্রমণে আমার বুকে অবস্থান নাও তারকা খচিত অট্টালিকায় সূর্য স্নান করো তপ্ত বালু তটে সাঁতার কাঁটো অগভীর নোনা জলে ঢেউয়ের দোলায় হেসে গড়াগড়ি যাও এ ওর গায়ে রোমান্টিক স্মৃতিকে ফ্রেমবন্দী করতে আহ্বান করো কোনো এক পেশাদার আলোকচিত্রীকে। কিন্তু বালু তটে কান পেতে শুনতে কি পাও আমার জলদাসদের আর্তনাদ কান্নার রোল? দেখতে কি পাও তাদের প্রোজ্জ্বল জীবন সংগ্রাম! ০৭/১১/২০১৫