বিপন্ন মানবতা
বিপন্ন মানবতা স ম আজাদ চারিদিকে মানবতা মুষড়ে পড়ে দ্রোণ, জেট-ফাইটার, নিউক্লিয়ার সাবমেরিন ইহাদের আত্যন্তিক ভীড়ে মানবতা পিষ্ট হয়। আফ্রিকায়, পশ্চিম এশিয়ায়, ল্যাটিন আমেরিকায় সারা গ্রহ জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ (অ-)গণতান্ত্রিক দাপাদাপিতে মানুষের প্রাণ আজ বড়ই ওষ্ঠাগত। মানুষের দরকার একমুঠো শান্তি একমুঠো স্বস্থি। কিন্তু হায় শান্তি দূরাস্তগামী। 15/11/2015