সমুদ্রের মন ভালো নেই


সমুদ্রের মন ভালো নেই
[কক্সবাজার থেকে ফিরে এসে]
স ম আজাদ
তোমরা প্রতিদিন আসো
বিলাসী ভ্রমণে আমার বুকে
অবস্থান নাও তারকা খচিত অট্টালিকায়
সূর্য স্নান করো তপ্ত বালু তটে
সাঁতার কাঁটো অগভীর নোনা জলে
ঢেউয়ের দোলায়
হেসে গড়াগড়ি যাও এ ওর গায়ে
রোমান্টিক স্মৃতিকে ফ্রেমবন্দী করতে
আহ্বান করো
কোনো এক পেশাদার আলোকচিত্রীকে।
কিন্তু বালু তটে কান পেতে
শুনতে কি পাও
আমার জলদাসদের আর্তনাদ
কান্নার রোল?
দেখতে কি পাও তাদের
প্রোজ্জ্বল জীবন সংগ্রাম!

০৭/১১/২০১৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি