পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রসায়নের দর্শন ও অ্যারিস্তোতল স ম আজাদ

   আমাদের দেশে বিজ্ঞান দর্শনের চর্চা এমনিতেই কম। আর উদীয়মান ডিসিপ্লিন হিসেবে রসায়ন দর্শনের যাত্রার ঘটনাও পাশ্চাত্যেই শুরু কয়েক দশক আগে। আর আমাদের দেশেতো চর্চা আরও কম। আমার প্রত্যাশা রসায়ন দর্শনের ওপর এই ক্ষীণকায় নিবন্ধটি রসায়ন দর্শন চর্চা উসকে দেবে।     রসায়নের দর্শন ও অ্যারিস্তোতল স ম আজাদ প্রকৃতি জগৎকে জানা-বোঝা ও একে মানব কল্যাণে ব্যবহারের চেষ্টা থেকে প্রকৃতি দর্শন তথা বিজ্ঞান ও বিজ্ঞান-দর্শনের উদ্ভব ও বিকাশ। বিজ্ঞান-দর্শনের বিভিন্ন শাখার মধ্যে রসায়ন-দর্শন অপেক্ষাকৃত সাম্প্রতিক জ্ঞান-তাত্ত্বিক ঘটনা। রসায়ন-দর্শনের দুটি শাখা। প্রথমটিতে রসায়ন বিজ্ঞানে ধারণাসংক্রান্ত ইস্যুগুলোর ব্যাখ্যা-বিশ্লে ষণ সমন্বয় ইত্যকার বিষয়গুলো অন্তর্ভুক্ত। ধারণা সংক্রান্ত প্রশ্নাবলীতে রয়েছে পদার্থের প্রকৃতি, পরমাণুবাদ, রাসায়নিক বন্ধন, সংশ্লেষণ ইত্যাদি। দ্বিতীয় শাখায় বিজ্ঞান-দর্শনের ঐতিহ্যিক বিষয়সমূহ যেমন বাস্তববাদ (realism), অবরোহ (reduction), ব্যাখ্যা, নিশ্চায়ন (confirmation) ও মডেলকরণ (modeling), এগুলোকে রসায়নের প্রেক্ষাপটের মধ্যে আত্মীকৃত করা হয়। পদার্থ, মৌলসমূহ, এবং র...