মার্কস ও ধর্ম
মা র্কস ও ধর্ম মূল : অনিন্দ্য ভট্টাচার্য অনুবাদ : স ম আজাদ কার্ল মার্কসের ধর্ম সম্পর্কে সবচেয়ে বিখ্যাত উক্তি কোনটি ? অনেক মানুষই জানেন যে মার্কস ধর্মকে “ জনগণের আফিম ” হিসেবে অভিহিত করেন । কিন্তু অনেক কম মানুষই জানে সম্পূর্ণ উক্তিটি : “ ধর্মীয় দুর্ভোগ একই সঙ্গে বাস্তব দুভোর্গের প্রকাশ এবং বাস্তব দুর্ভোগের বিরুদ্ধে প্রতিবাদ । নির্যাতিত সৃষ্টির দীর্ঘশ্বাস , হৃদয়হীন পৃথিবীর হৃদয় , এবং আত্মাবিহীন অবস্থার আত্মা হচ্ছে ধর্ম । এটি জনগণের আফিম । ” এই বিষয়ে মার্কসের লেখালেখির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে দেখা যায় যে যখন তিনি শুধুমাত্র নিশ্চিতভাবেই ধর্মের সমালোচনা করেন , তখন তিনি সমানভাবে কঠোর ছিলেন উদারনীতিকদের প্রতি , যারা অন্যান্য সকল রাজনৈতিক বিষয়ের ওপর ধর্মের সমালোচনাকে বর্ধিত করেন । মার্কসের অধিকাংশ কাজের মত তাঁর ধর্মের বিশ্লেষণকে বুঝতে হলে তাঁর সমগ্র জীবনে তিনি যে সমস্ত রাজনৈতিক সংগ্রামে জড়িত ছিলেন সেগুলোতে পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি দিতে হবে । ১৮১৮তে এখনকার জার্মান...