ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশ স ম আজাদ
ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশ স ম আজাদ উৎসর্গ: আমার অপ্রিয় আধুনিক-উত্তর নার্সিসিস্ট শ্যালক মাসুদ বিডিকে ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশ কেউ ঈদ করে রেসর্টে বুনো আনন্দেে কনফারেন্স কলে জানান দেয় নিম্নবর্গীয় আত্মীয়-পরিজনদের এই দেখো আমরা ঈদের আনন্দে ভাসছি আমাদের করোনা পেনডেমিকে পায় না অতিরিক্ত নদীর জল আমাদের প্লাবিত করে না শীঘ্রই ঈদ-উত্তর প্রমোদ নৌ ভ্রমনে যাবো বানের পানি দেখে উল্লাসে মেতে উঠবো বিপুল নিম্নবর্গীয় বানভাসী জনগণ নদী-ভাঙ্গনে জমি-বাড়ি হারানো সর্বহারা ঢাকার হাটে গরুর ব্যাপারি গরু নিয়ে বিপাকে নওগাঁও গাঁয়ের গৃহ হারানো মানুষদের বিষন্ন মুখ চোখের সামনে ভেসে আসছে মষ্তিকের নিউরনে আঘাত করছে জানান দিচ্ছে আমার আপাত অসহায়তা