ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশ স ম আজাদ

ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশ
স ম আজাদ
উৎসর্গ: আমার অপ্রিয় আধুনিক-উত্তর নার্সিসিস্ট শ্যালক মাসুদ বিডিকে


ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশ
কেউ ঈদ করে রেসর্টে বুনো আনন্দেে
কনফারেন্স কলে জানান দেয় নিম্নবর্গীয় আত্মীয়-পরিজনদের
এই দেখো আমরা ঈদের আনন্দে ভাসছি
আমাদের করোনা পেনডেমিকে পায় না
অতিরিক্ত নদীর জল আমাদের প্লাবিত করে না
শীঘ্রই ঈদ-উত্তর প্রমোদ নৌ ভ্রমনে যাবো
বানের পানি দেখে উল্লাসে মেতে উঠবো
বিপুল নিম্নবর্গীয় বানভাসী জনগণ
নদী-ভাঙ্গনে জমি-বাড়ি হারানো সর্বহারা
ঢাকার হাটে গরুর ব্যাপারি
গরু নিয়ে বিপাকে
নওগাঁও গাঁয়ের গৃহ হারানো মানুষদের বিষন্ন মুখ
চোখের সামনে ভেসে আসছে
মষ্তিকের নিউরনে আঘাত করছে
জানান দিচ্ছে
আমার আপাত অসহায়তা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি