পোস্টগুলি

জুন, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মুনাফার চোখ স ম আজাদ

 মুনাফার চোখ স ম্ আজাদ এখন আর গাঁও-গেরামের ক্ষেতের আলে বুনো-ফুলের সৌন্দর্যে কেউ মুগ্ধ হয় না। নদীর পাড়ের কাশফুলে হয় না মুগ্ধ। মুনাফার চোখ চকচক করে নদী তীরের বালু দেখে এক্সকেভেটরের এক কোপে কোথায় চলে যায় কাশফুল।
ইন্টারনেটের বিস্তৃতির সাথে সাথে সমাজতন্ত্র বিষয়ক ভাবনা বহুমাত্রিকভাবে বিকশিত হচ্ছে । আশির দশকে কোন সমাজতান্ত্রিক সাহিত্য পড়ে কোন চিন্তার উদয় হলে পরিচিত কোন একটিভিস্টকে প্রশ্ন করলে অনেক সময় সদুত্তর পাওয়া যেতো না । তার পরিবর্তে অনেক সময় কোনরকম যুক্তি ছাড়াই লেখককে গাল দিতে দেখতাম । বিভিন্ন ঘরানার   সমাজতান্ত্রিক একটিভিস্ট একে অপরকে গাল দিতেন । এছাড়া সমাজতন্ত্র সম্পর্কে বাইনারি ধারণা বিরাজ করতো। উপমহাদেশের বিভিন্ন রাষ্ট্রের বাস্তবতায় সমাজতান্ত্রিক আন্দোলন কীভাবে ফলপ্রসু হবে তার রূপরেখা প্রণয়ন সঠিকভাবে না করে বরং সোভিয়েত ইউনিয়ন ও চীনের বিতর্কের প্রশ্নে কমিউনিস্ট ও বামপন্থীদলগুলো বিভক্ত হয়ে সমাজতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করে ফেলে। আরো দেখা যায় বামপন্থী দলগুলো বেসুমার ভাঙ্গছে । এই ভাঙ্গন কেন্দ্র থেকে সংঘটিত হয় । কোন কংগ্রেস আহ্বান করে কোন বিষয়ের নিষ্পত্তি করা হয় না অনেক সময় । অর্থাৎ উপর থেকে সকল বয়ান আসতো বা কেন্দ্র থেকে। কর্মীরা উপর থেকে পাওয়া বিভিন্ন অংশের বক্তব্য অনুসারে যে কোন একটা ভগ্নাং...