ইন্টারনেটের বিস্তৃতির সাথে সাথে সমাজতন্ত্র বিষয়ক ভাবনা বহুমাত্রিকভাবে বিকশিত হচ্ছে । আশির দশকে কোন সমাজতান্ত্রিক সাহিত্য পড়ে কোন চিন্তার উদয় হলে পরিচিত কোন একটিভিস্টকে প্রশ্ন করলে অনেক সময় সদুত্তর পাওয়া যেতো না । তার পরিবর্তে অনেক সময় কোনরকম যুক্তি ছাড়াই লেখককে গাল দিতে দেখতাম । বিভিন্ন ঘরানার সমাজতান্ত্রিক একটিভিস্ট একে অপরকে গাল দিতেন । এছাড়া সমাজতন্ত্র সম্পর্কে বাইনারি ধারণা বিরাজ করতো। উপমহাদেশের বিভিন্ন রাষ্ট্রের বাস্তবতায় সমাজতান্ত্রিক আন্দোলন কীভাবে ফলপ্রসু হবে তার রূপরেখা প্রণয়ন সঠিকভাবে না করে বরং সোভিয়েত ইউনিয়ন ও চীনের বিতর্কের প্রশ্নে কমিউনিস্ট ও বামপন্থীদলগুলো বিভক্ত হয়ে সমাজতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করে ফেলে। আরো দেখা যায় বামপন্থী দলগুলো বেসুমার ভাঙ্গছে । এই ভাঙ্গন কেন্দ্র থেকে সংঘটিত হয় । কোন কংগ্রেস আহ্বান করে কোন বিষয়ের নিষ্পত্তি করা হয় না অনেক সময় । অর্থাৎ উপর থেকে সকল বয়ান আসতো বা কেন্দ্র থেকে। কর্মীরা উপর থেকে পাওয়া বিভিন্ন অংশের বক্তব্য অনুসারে যে কোন একটা ভগ্নাং...