অনেক দিনের আগের একটা কথা মনে পড়লো। আমার এক বন্ধুর মা আমার স্ত্রীকে বলেছিলেন। গ্রাম থেকে কাজ করার জন্য একটা মেয়ে নিয়ে আসলে বেশী দিন থাকতে চায় না। কোনো রকমে ছয় মাসও টিকতে চায় না। যতই আদর-যত্ন করি, ভালো খাবার-দেই তাও সুযোগ পেলে একবার গ্রামের বাড়ী গেলে আর আসে না। তখন আর একজনের খোঁজ করতে হয়। আসলে অল্প বয়সী একটা কিশোরী মেয়ে তার বাড়ীতে যতই দারিদ্র্য থাকুক, সেটা তার নিজের বাড়ি, মাঠে থেলে দৌঁড় দিয়ে মায়ের কাছে গিয়ে ভাত চায়। মা শাক-কচুর ডাটি যাহোক একটা কিছু দিয়ে ভাত দেয়। তাই অমৃত সমান। শহরে তার স্বাধীনতা নাই। ভয়ে ভয়ে থাকতে হয়। এই বুঝি কিছু একটা ভুল হলো। আসলে শহরের সায়েবদের বাড়ীতে পরাধীনতার চেয়ে এই কিশোরীটির নিকট স্বাধীনতা, অন্তত পক্ষে স্বাধীনভাবে কথা বলা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবক্ষেত্রে সত্য। কিন্তু আমরা বুঝতে পারি না। উপর থেকে চাপিয়ে দেয়া কোনোই কিছুই আখেরে টেকসই হয় না।
পোস্টগুলি
নভেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে