আমার সত্ত্বায়
আমার সত্ত্বায় স ম আজাদ কৈশোরক কালে ঢাকার পল্টন ময়দানে তোমার জনসভায় গিয়েছিলাম পঁচিশ পয়সা পকেটে নিয়ে। বাসে মহুর্মহুর শ্লোগান উচ্চারিত হচ্ছিল “জয় সর্বহারা” তোমার অকুতোভয় কন্ঠ আমায় দিয়েছিলো আজীবন মানস বিদ্রোহের উদ্দীপনা। সেই থেকে সমাজতন্ত্র প্রত্যয়টি মিশে গেল আমার সত্ত্বায়।