পোস্টগুলি

2015 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার সত্ত্বায়

ছবি
আমার সত্ত্বায় স ম আজাদ কৈশোরক কালে ঢাকার পল্টন ময়দানে তোমার জনসভায় গিয়েছিলাম পঁচিশ পয়সা পকেটে নিয়ে। বাসে মহুর্মহুর শ্লোগান উচ্চারিত হচ্ছিল “জয় সর্বহারা” তোমার অকুতোভয় কন্ঠ আমায় দিয়েছিলো আজীবন মানস বিদ্রোহের উদ্দীপনা। সেই থেকে সমাজতন্ত্র প্রত্যয়টি মিশে গেল আমার সত্ত্বায়।

অপেক্ষায় ছিলে

অপেক্ষায় ছিলে স ম আজাদ তোমারে চেয়েছিনু খুব করে তখন পাইনিতো তোমায়। দীর্ঘ অপেক্ষার পর তুমি ঠাই নিয়েছো আমার অবচেতনে। কিন্তু কখনো জানতে পাইনি তুমি আসলে অপেক্ষায় ছিলে আমার।