তুমি রেডিয়েন্ট ব্ল্যাকহোল



তুমি রেডিয়েন্ট ব্ল্যাকহোল
স ম আজাদ

তুমি রূপসী তুমি গরিয়সী
তুমি রবী ঠাকুরের কৃষ্ণকলি।
তুমি বিদ্রোহী
বেগম রোকেয়ার উত্তরসুরী।
তুমি দান্তের বিয়াত্রিস
অসীম প্রেমের আধার।
তুমি রেডিয়েন্ট ব্ল্যাকহোল
অবারিত আলোর প্রস্রব্রণ।
তোমার কৃষ্ণ বর্ণ
আদি মানবের বৈজ্ঞানিক আখ্যান।
তোমার বেণীকৃত চুল
সাগরতটে আছড়ে পড়া ঢেউ।
তোমার  সুউন্নত স্তনবৃন্ত
ফুজি পর্বতশৃঙ্গ।
তোমার গভীর কৃষ্ণ চোখ
মহৎ প্রেমের অতলান্তিক বয়ান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি