নয়া উদারনীতিক উন্নতি স ম আজাদ
নয়া উদারনীতিক উন্নতি স ম আজাদ চারদিকে নয়া উদারনীতিক উন্নতির ডামাডোল ঢাকডোল । বৈষম্য ক্রমবর্ধমান। শ্রেণীহীন সমাজের আওয়াজ ক্ষীয়মান ম্রিয়মান। বুর্জোয়া পার্লামেন্ট শুয়ারের খোয়াড় ভুল সবই ভুল ক্ষমতার উচ্ছিষ্টাংশ ভোগ বড়ই মধুর বৈজ্ঞানিক সমাজতন্ত্র বড়ই বেসুরো বেমানান । ধর্ষণ-খুন, বনদখল, ভূমিদখল, নদীদখল উর্ধ্বগামী। শিক্ষায় অধোগতি নম্বরে উর্ধ্বগামী । নিয়োগে ঘুষ বৃদ্ধি দেশ হতে অর্থপাচার বৃদ্ধি আর কি কি বৃদ্ধি ? আর কি কি বৃদ্ধি ? পাল্লা দিয়ে দারিদ্র্য বৃদ্ধি। পুঁজিতন্ত্রের সংকট বৃদ্ধি শাসনতান্ত্রিক সংকট বৃদ্ধি বিপ্লবী পরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।