হে নারী স ম আজাদ






হে নারী
স ম আজাদ

তোমাকে দেখলে মনে পড়ে
ম্যারি উলস্টনক্রাফটের কথা
                                 নারীবাদের জনক।          
তোমাকে দেখলে মনে পড়ে
সার্তের প্রেমিকা সিমন দ্যা বুভেয়ারকে
 নিজ প্রতিভাতে ভাস্বর
 মহাভারতের অপ্সরা শ্রেষ্ঠ উবর্শী
হলিউডের রূপসী শ্রেষ্ঠ মেরিলিন
থেকেও তুমি সৌন্দর্যময়ী
তোমাকে দেখে মনে হয়
ফ্রয়েড শক্তিমান।
তোমাকে দেখে মনে হয়
জীবনান্দের শঙ্খমালা এইখানে
হলুদ শাড়িতে দীপ্যমান।
তোমার গাঢ় লাল ঠোটে ঘূর্ণিঝড়
আমায় বিধ্বস্ত করে।
তোমার সুডৌল স্তনে
আমি দেখতে পাই চাঁদের স্নিগ্ধ আলো
তোমার জমিনে লাল শাড়ি
আমার অস্তিত্বে বইয়ে দেয়
 সুনামি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি