শ্রমের হাটে অভাবী মানুষ
শ্রমের হাটে অভাবী মানুষ স ম আজাদ শ্রমের হাটে অভাবী মানুষ পাইছা-কোদাল-কাস্তে নিয়ে অপেক্ষার প্রহর গোণে কখন তার শ্রমের ক্রেতা আসবে এখনতো মন্দ সময় ক্রেতার চেয়ে বিক্রেতা বেশী ভাগ্যবান সংখ্যালঘিষ্ঠ কাজ পায় বাকীরা হতাশ নয়নে তাদের পানে চেয়ে দেখে এদিকে বিশ্ববিদ্যালয়ে তাদের মুক্তির দাবীদার একটি সংগঠনের ভেঙ্গে যাওয়া দুটি অংশ মেতে ওঠে চর দখলের মত অফিস দখলের মহড়ায় ওদিকে নিওলিবারেল উন্নতিবাদীরা মুচকি হাসেন।