হেড আচার্য
হেড আচার্য
স ম আজাদ
বিদ্যায়তনে পড়াই আমি
হেড আচার্য
আমার অনেক আয় ভাই
বেতনে নাহিকো দেই হাত
মাস্টার মশাই নিয়োগে পাই পারসেন্টেজ
এডমিট দেই
নেই টু পাইস
সার্টিফিকেটেও বকশিশের ভাগ পাই।
আরো আছে সেন্টার ফ্যাসালিটি ফির ভাগ
বিনিময়ে হলে গিয়ে হেলপারি করি
শিক্ষকদেরও দেই নির্দেশ তাই করতে
বেতন আদায়ে নাইকো মনোযোগ
ওতো পাবে দু পয়সার শিক্ষক।
শিক্ষকগুলো বড়ই বেকুফ
‘ভাগ করো আর শাসন করো’
এই পলিসির টোপে
শুধুই গ্রুপিং করে।
আমি শুধু মহাসুখে
নাকে তেল দেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন