পোস্টগুলি

জানুয়ারি, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রেল সমাচার

রেল সমাচার স   ম আজাদ রেলগাড়ি ঝিক-ঝিক লোহার চাকায় চলে দেশকে যদি জানতে চাও রেলে চড়ো তবে গণতান্ত্রিক এই জন-পরিবহনে সবার জায়গা হয় পকেটমার-ভিক্ষুক-ঠোলা পুলিশ টিকিটধারী, টিকিট ছাড়া সবাই যায় এতে পালা-পার্বণ উৎসবেতে ছাদেতে ঠাই ঠাই জানলা দিয়ে দেখলে পড়ে বোরো ধান আর সরষে ফুলে চোখ জুড়িয়ে যায় পথের ধারে ঐ দেখা যায় ক্ষেত মজুর আর জেলে হাড় ভাঙ্গা খাটুনি খাটে দেশকে চাঙ্গা রাখে তাদের ভাগে জোটেতো কেবল উন্নয়নের ছিটেফোঁটা তারপরেও প্রাণ খোলা হাসি নেইতো অভিযোগ একপাশেতে ব্যস্ত রূপসী চুলের বিন্যাসে চা ফেরিওয়ালা বই বিক্রেতা বড়ই তৎপর এদের ছাড়া রেলের সংস্কৃতি বড়ই নিরামিষ শিল্প বিপ্লবের এই আবিষ্কারটি বড়ই পরিবেশ বান্ধব তাইতো আশা বারবার রেলেতে ঘুরি।

বিপন্ন শব্দ

বিপন্ন শব্দ স ম আজাদ শব্দেরা ঘোরাফেরা করে মাথার ভেতর সাই সাই বেগে আঘাত করে মস্তিষ্কের নিউরনে তারা অর্থপূর্ণ দ্রোহী কবিতা হতে চায় না এ এক অসহায় পরকীকরণের কাল অভিযোগ উঠে দুর্বোধ্যের হায় কবি ও কবিতা! অগ্নিঝরা বিপ্লবে তারুণ্যকে উদ্বুদ্ধ করোনা কেন! তবে কী মোহনীয় সৌন্দর্যে নিমজ্জিত হয়ে নিঃশেষ হবে! আর বাস্তুতন্ত্র বিপন্ন হতে থাকবে।
 উইন্টার কন্ট্রাস্ট স ম আজাদ শীতের নিম্নতাপমাত্রায় শৈত্য প্রবাহে বিত্তবানেরা মেতে উঠে উৎসবে ঘরে ঘরে সেন্ট্রাল হিটিং ব্যক্তিগত গাড়িতে শীত-তাপ নিয়ন্ত্রণ ভেড়ার লোমের ওভারকোট আহা কি মজা ইহজাগতেই পারলৌকিক সুখের মৌতাত ওদিকে রেলস্টশনের প্লাটফরমে, ফুটপাতে, ওভারব্রিজে বিত্তহীন শিশু-কিশোর-কিশোরী-নারী-পুরুষ ছেঁড়া কাঁথা-কম্বলে শীত নিবারণে ব্যর্থ