রেল সমাচার
রেল সমাচার স ম আজাদ রেলগাড়ি ঝিক-ঝিক লোহার চাকায় চলে দেশকে যদি জানতে চাও রেলে চড়ো তবে গণতান্ত্রিক এই জন-পরিবহনে সবার জায়গা হয় পকেটমার-ভিক্ষুক-ঠোলা পুলিশ টিকিটধারী, টিকিট ছাড়া সবাই যায় এতে পালা-পার্বণ উৎসবেতে ছাদেতে ঠাই ঠাই জানলা দিয়ে দেখলে পড়ে বোরো ধান আর সরষে ফুলে চোখ জুড়িয়ে যায় পথের ধারে ঐ দেখা যায় ক্ষেত মজুর আর জেলে হাড় ভাঙ্গা খাটুনি খাটে দেশকে চাঙ্গা রাখে তাদের ভাগে জোটেতো কেবল উন্নয়নের ছিটেফোঁটা তারপরেও প্রাণ খোলা হাসি নেইতো অভিযোগ একপাশেতে ব্যস্ত রূপসী চুলের বিন্যাসে চা ফেরিওয়ালা বই বিক্রেতা বড়ই তৎপর এদের ছাড়া রেলের সংস্কৃতি বড়ই নিরামিষ শিল্প বিপ্লবের এই আবিষ্কারটি বড়ই পরিবেশ বান্ধব তাইতো আশা বারবার রেলেতে ঘুরি।