উইন্টার কন্ট্রাস্ট
স ম আজাদ
শীতের নিম্নতাপমাত্রায় শৈত্য প্রবাহে
বিত্তবানেরা মেতে উঠে উৎসবে
ঘরে ঘরে সেন্ট্রাল হিটিং
ব্যক্তিগত গাড়িতে শীত-তাপ নিয়ন্ত্রণ
ভেড়ার লোমের ওভারকোট
আহা কি মজা ইহজাগতেই পারলৌকিক সুখের মৌতাত
ওদিকে রেলস্টশনের প্লাটফরমে, ফুটপাতে, ওভারব্রিজে
বিত্তহীন শিশু-কিশোর-কিশোরী-নারী-পুরুষ
ছেঁড়া কাঁথা-কম্বলে শীত নিবারণে ব্যর্থ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন