বিপন্ন শব্দ
বিপন্ন শব্দ
স ম আজাদ
শব্দেরা ঘোরাফেরা করে মাথার ভেতর
সাই সাই বেগে আঘাত করে মস্তিষ্কের নিউরনে
তারা অর্থপূর্ণ দ্রোহী কবিতা হতে চায় না
এ এক অসহায় পরকীকরণের কাল
অভিযোগ উঠে দুর্বোধ্যের
হায় কবি ও কবিতা!
অগ্নিঝরা বিপ্লবে তারুণ্যকে উদ্বুদ্ধ করোনা কেন!
তবে কী মোহনীয় সৌন্দর্যে নিমজ্জিত হয়ে নিঃশেষ হবে!
আর বাস্তুতন্ত্র বিপন্ন হতে থাকবে।
স ম আজাদ
শব্দেরা ঘোরাফেরা করে মাথার ভেতর
সাই সাই বেগে আঘাত করে মস্তিষ্কের নিউরনে
তারা অর্থপূর্ণ দ্রোহী কবিতা হতে চায় না
এ এক অসহায় পরকীকরণের কাল
অভিযোগ উঠে দুর্বোধ্যের
হায় কবি ও কবিতা!
অগ্নিঝরা বিপ্লবে তারুণ্যকে উদ্বুদ্ধ করোনা কেন!
তবে কী মোহনীয় সৌন্দর্যে নিমজ্জিত হয়ে নিঃশেষ হবে!
আর বাস্তুতন্ত্র বিপন্ন হতে থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন