এমনতো কথা ছিল না
এমনতো কথা ছিল না স ম আজাদ এমনতো কথা ছিল না বিজয়ের পরে শোষণতান্ত্রিক কাঠামো বহাল থাকবে স্বাধীন দেশের রাজধানীতে গড়ে উঠতে থাকবে অভিজাত সব এলাকা সাথে বিপরীত মেরুর বিশাল বিশাল সব বস্তি-অঞ্চল। দীন-হীন গণ-পরিবহন ব্যবস্থাকে স্থবির করে দেবে ব্যক্তিক বিলাসবহুল ট্রাফিক। হোটেলগুলোতে থাকবেনা তৃষ্ণা-নিবারণের মৌলিক অধিকার ওয়েটার চাইলে কেবল পরিবেশন করবে ক্রয়যোগ্য বাহারি সব মিনারেল ওয়াটার। এমনতো কথা ছিল না মুক্তিযুদ্ধের সেই মহা বয়ান 'প্রত্যকে দেবে তার সাধ্যমত, নেবে তার কাজ অনুযায়ী' বিভৎস পুঁজিতন্ত্রের পদভারে পিষ্ট হবে।