পোস্টগুলি

মে, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পণ্য-পুজারি পুত্রদের উদ্দেশ্যে স ম আজাদ

পণ্য-পুজারি পুত্রদের উদ্দেশ্যে স ম আজাদ ফাটকা পুঁজির দাহকাল চলছে সবকিছু খাক হয়ে পুড়ে যাচ্ছে বহুতল ভবন, বস্তি, ফসলের ক্ষেত পরিবারিক বন্ধন, সকল পবিত্র সম্পর্ক পুঁজি যখন কথা বলে পুঁজি থেকে পুঁজ বেরোয় দুর্গন্ধ ছড়ায় চারদিক চারদিকে ফ্র্যাংকেস্টাইনের মনস্টারদের জয় জয়কার‌ পণ্য-পুঁজাতে ক্রেডিট কার্ড দিয়ে অর্ঘ্য দেয় উটকো ভোগবাদী পুঁজারি শ্রেণী কথা বলে পেছনে পড়ে রয় সকল মমতার বন্ধন ঊণ হয়ে যায় মা-বাবা-বোনের স্মৃতি মানবিকতা ভূ-লুন্ঠিত সবার আগে।

সকাল বেলার ফ্রেস বাতাস স ম আজাদ

সকাল বেলার ফ্রেস বাতাস আসে উত্তরের খোলা জানালা দিয়ে এই গুমোট গরমে উদোম গায়ে হিমেল পরশ টুপ করে পাকা আম পড়ে চক চক করে উঠে আম কুড়ানো শিশুর চোখ গেরস্থের রক্ত চক্ষুকে ফাঁকি দিয়ে লুফে নেয় আধ-পাকা আমটা ওর পকেটে আর দেয় ভো দৌড় পৃথিবীর সকল আনন্দ ভর করে ওর হাসি-মাখা মুখটাতে দূর করে দেয় সাব-অলটার্ন কবির সকল ক্লেদাক্ত গ্লানি প্রকৃতিইতো অনুপ্রেরণা যোগায় নতুন করে বেঁচে-বর্তে থাকার সমতাবাদী লড়াইয়ে সামিল থাকতে।

পারমাণবিক নৌকো স ম আজাদ

এই পৃথিবী ধ্বংসের পারমাণবিক নৌকোর ওপর ভাসছে এই নৌকার মাঝিরা ভয়ংকর খেলায় মত্ত শান্তিকামী অ্যাক্টিভিস্টরা বহুধা-বিভক্ত বাস্তুতান্ত্রিক-সামাজিক সকল পরিবেশ আজ বিপন্ন পারমাণবিক তীর নিষ্ক্রিয় করতে ভরসা সমতাবাদী নারী-পুরুষের সম্মিলন পুরুষতান্ত্রিক পুরুষ নৈবচ নৈবচ