সকাল বেলার ফ্রেস বাতাস স ম আজাদ
সকাল বেলার ফ্রেস বাতাস আসে
উত্তরের খোলা জানালা দিয়ে
এই গুমোট গরমে
উদোম গায়ে হিমেল পরশ
টুপ করে পাকা আম পড়ে
চক চক করে উঠে আম কুড়ানো শিশুর চোখ
গেরস্থের রক্ত চক্ষুকে ফাঁকি দিয়ে
লুফে নেয় আধ-পাকা আমটা ওর পকেটে
আর দেয় ভো দৌড়
পৃথিবীর সকল আনন্দ ভর করে ওর হাসি-মাখা মুখটাতে
দূর করে দেয় সাব-অলটার্ন কবির সকল ক্লেদাক্ত গ্লানি
প্রকৃতিইতো অনুপ্রেরণা যোগায়
নতুন করে বেঁচে-বর্তে থাকার সমতাবাদী লড়াইয়ে
সামিল থাকতে।
উত্তরের খোলা জানালা দিয়ে
এই গুমোট গরমে
উদোম গায়ে হিমেল পরশ
টুপ করে পাকা আম পড়ে
চক চক করে উঠে আম কুড়ানো শিশুর চোখ
গেরস্থের রক্ত চক্ষুকে ফাঁকি দিয়ে
লুফে নেয় আধ-পাকা আমটা ওর পকেটে
আর দেয় ভো দৌড়
পৃথিবীর সকল আনন্দ ভর করে ওর হাসি-মাখা মুখটাতে
দূর করে দেয় সাব-অলটার্ন কবির সকল ক্লেদাক্ত গ্লানি
প্রকৃতিইতো অনুপ্রেরণা যোগায়
নতুন করে বেঁচে-বর্তে থাকার সমতাবাদী লড়াইয়ে
সামিল থাকতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন