পণ্য-পুজারি পুত্রদের উদ্দেশ্যে স ম আজাদ

পণ্য-পুজারি পুত্রদের উদ্দেশ্যে
স ম আজাদ
ফাটকা পুঁজির দাহকাল চলছে
সবকিছু খাক হয়ে পুড়ে যাচ্ছে
বহুতল ভবন, বস্তি, ফসলের ক্ষেত
পরিবারিক বন্ধন, সকল পবিত্র সম্পর্ক
পুঁজি যখন কথা বলে
পুঁজি থেকে পুঁজ বেরোয়
দুর্গন্ধ ছড়ায় চারদিক
চারদিকে ফ্র্যাংকেস্টাইনের মনস্টারদের জয় জয়কার‌
পণ্য-পুঁজাতে ক্রেডিট কার্ড দিয়ে অর্ঘ্য দেয় উটকো ভোগবাদী পুঁজারি
শ্রেণী কথা বলে
পেছনে পড়ে রয় সকল মমতার বন্ধন
ঊণ হয়ে যায় মা-বাবা-বোনের স্মৃতি
মানবিকতা ভূ-লুন্ঠিত সবার আগে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি