উচু-নিচু কাজ ও পরিচয়ের সমস্যা স ম আজাদ
উচু-নিচু কাজ ও পরিচয়ের সমস্যা স ম আজাদ পরিচ্ছন্ন কর্মীর কাজ অত্যাবশ্যকীয় । কিন্তু আমরা কি তাঁদের যথাযোগ্য মর্যদা দেই? তাঁদের যথেষ্ট পারিশ্রমিক কি দেই? তাঁদের কর্ম পরিবেশ উন্নত করার জন্য প্রয়োজনীয় অটোমেশন কি জারি আছে? এ রকম অনেক প্রশ্ন উনাদের কেন্দ্র করে। পরিচয়ের সমস্যাও আছে। সমাজের মেইন স্ট্রিমে কি আমরা তাঁদের ঠাই দেই। সেদিন বাসে আমার পাশে বসা যাত্রীর সাথে আলাপ চলা কালে পেশার প্রসঙ্গ আসলো। আমি বললাম আমি ব্ল্যাকবোর্ডে চক ঘষি। ওনি বললেন আামি ছোট কাম করি বলার মত না, ময়লা পরিস্কার করি। আমি বললাম আপনিতো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন। আপনার পেশার কর্মীরা ধর্মঘট করলে শহর-বন্দর বসবাসের অযোগ্য হয়ে যাবে। ভদ্রলোকেরা অচল হয়ে যাবে। তিনি বললেন রোজগার ভালই করেন দু’টি জায়গা থেকে। কিন্তু ছেলে বলে বাবা তুমি এ কাজ বাদ দাও, আমি সংসার চালাবো, তোমার আর কাজ করতে হবে না। তোমার জন্য পরিচয় দিতে পারি না। উনি বললেন টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় আমার কার্ড দেয়া আছে। এজন্য ছেলে দূরে গাজীপুরে কাজ করে। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে পেশার বৈচিত্রকে পেশার বৈষম্যে রূপান্তরিত করেছি। আামর নিজ...