মেহনতির কথা ভেবেছি স ম আজাদ

 মেহনতির কথা ভেবেছি

স ম আজাদ

মেহনতির কথা ভেবেছি
কিন্তু তাঁর কাছে যাইনি
ক্ষেত মজুরের কথা ভেবেছি
কিন্তু তাঁর কাছে যাইনি
পরিবহন শ্রমিকের কথা ভেবেছি
কিন্তু তাঁর কাছে যাইনি
গৃহ শ্রমিকের কথা ভেবেছি
কিন্তু তাঁর কথা শুনিনি
ব্রীজের প্রান্ত ঘেষে যাযাবরদের
পলিথিনে ছাওয়া ঘর দেখি দূরে বাস থেকে
ওদের কথা ভেবে মনটা শূন্যতায় ভরে যায়
ঘরে-বাইরে নিকটজনের মনের পাঠে অক্ষম
এ আমার ব্যর্থতা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি