পোস্টগুলি

মে, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খোলা জানালা

খোলা জানালা স ম আজাদ খোলা জানালা তুমি সসীম ও অসীমের সন্ধিবিন্দু তোমার সামনে দাঁড়িয়ে পাই     অসীমের আহ্বান       অসীম আমায়  হাতছানি দিয়ে ডাকে তোমার সামনে দাঁড়িয়ে  দেখতে পাই রাজপথের চলমান মানুষের ভিডিও চিত্র শিশু, নারী, শ্রমিক এক অপার সম্ভাবনার প্রসারিত জগৎ আমি বিস্ময়ে মগ্ন হই।

ভালোবাসার ভর

ভালোবাসার ভর স ম আজাদ নিউটন তোমার মেকানিকসে ভালোবাসার ভর স্থির বাস্তব তাতো নয় তোমার মেকানিকস এখানে অচল ভালোবাসা চলে আলোর গতিতে ভালোবাসা মেনে চলে আইনস্টাইনের তত্ত্ব তাই ভালোবাসার ভর বেড়ে চলে অনন্তকাল।

মহাকাব্যিক স্পর্শ

মহাকাব্যিক স্পর্শ স ম আজাদ ভোরের আকাশে কালো মেঘ প্রেমিকার   প্রসারিত নেমে যাওয়া চুল মৃদুমন্দ বাতাস শরীর ছুঁয়ে যায় যেন প্রেমিকার মহাকাব্যিক স্পর্শ আমায় উদাস করে   হারিয়ে যাওয়া সোনালি স্মৃতি অনুপম অনুভূতিতে ভরিয়ে দেয় মন তুমি নেই তুমি আছো মহাবিশ্ব জুড়ে।

এ যুগের বামপন্থী

এ যুগের বামপন্থী স ম আজাদ এ যুগের বামপন্থী আমি পুঁজিতন্ত্রের সমালোচনা করি ইস্যুভিত্তিক আন্দোলন করি ক্ষমতা দখলের কর্মসূচী দেই না মার্কসের তত্ত্ব ফেরি করি গণতান্ত্রিক কেন্দ্রিকতার ব্যাখ্যা দেই কেন্দ্রিকতায় আস্থা রাখি বারে বারে অ্যামিবার মতন দল ভাঙি আর গড়ি দেশে যত না ঘুরি   তার চেয়ে বিদেশে ঘুরি বেশি কর্মীদের সাদা-সিদা জীবনের কথা বলি আমি পাজেরোতে ভ্রমণ করি। এ যুগের বামপন্থী আমি।

নতুন নেবুলা

নতুন নেবুলা স ম আজাদ রাতের আকাশে বাঁধভাঙ্গা জোছনার প্লাবন উপচে পড়ে তীর কিশোরী হেসে উঠে কিশোর দেখে বিয়াত্রিচ হেসে উঠলো হেসে উঠলো মোনালিসা হেসে উঠলো আকাশ-বাতাস   অন্ধকার রাতের জোনাকি মহাবিশ্বে জন্ম হলো নতুন নেবুলার।