এ যুগের বামপন্থী


এ যুগের বামপন্থী
স ম আজাদ


এ যুগের বামপন্থী আমি
পুঁজিতন্ত্রের সমালোচনা করি
ইস্যুভিত্তিক আন্দোলন করি
ক্ষমতা দখলের কর্মসূচী দেই না
মার্কসের তত্ত্ব ফেরি করি
গণতান্ত্রিক কেন্দ্রিকতার ব্যাখ্যা দেই
কেন্দ্রিকতায় আস্থা রাখি
বারে বারে অ্যামিবার মতন
দল ভাঙি আর গড়ি
দেশে যত না ঘুরি
  তার চেয়ে বিদেশে ঘুরি বেশি
কর্মীদের সাদা-সিদা জীবনের কথা বলি
আমি পাজেরোতে ভ্রমণ করি।
এ যুগের বামপন্থী আমি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি