নতুন নেবুলা


নতুন নেবুলা
স ম আজাদ

রাতের আকাশে
বাঁধভাঙ্গা জোছনার প্লাবন
উপচে পড়ে তীর
কিশোরী হেসে উঠে
কিশোর দেখে
বিয়াত্রিচ হেসে উঠলো
হেসে উঠলো
মোনালিসা
হেসে উঠলো আকাশ-বাতাস
 অন্ধকার রাতের জোনাকি
মহাবিশ্বে জন্ম হলো নতুন নেবুলার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি