খোলা জানালা

খোলা জানালা
স ম আজাদ

খোলা জানালা
তুমি সসীম ও অসীমের সন্ধিবিন্দু
তোমার সামনে দাঁড়িয়ে পাই 
 অসীমের আহ্বান     
অসীম আমায় 
হাতছানি দিয়ে ডাকে
তোমার সামনে দাঁড়িয়ে 
দেখতে পাই
রাজপথের চলমান মানুষের ভিডিও চিত্র
শিশু, নারী, শ্রমিক
এক অপার সম্ভাবনার প্রসারিত জগৎ
আমি বিস্ময়ে মগ্ন হই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি