সাম্রাজ্যবাদের শেষ দিনগুলি মূল: ডেভিড হারভে অনুবাদ: স ম আজাদ
সাম্রাজ্যবাদের শেষ দিনগুলো মূল: ডেভিড হারভে অনুবাদ: স ম আজাদ [ডেভিড হারভে একজন মার্কিন রাজনীতিক ও সমাজবিজ্ঞানী। ‘ The New Imperialism' তাঁর সাম্রাজ্যবাদ সম্পর্কিত নতুন গ্রন্থ। এই নিবন্ধটি লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক Socialist Worker পত্রিকার ৩০শে জুলা্ই, ২০০৫ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। ্ইরাকে মার্কিন আগ্রাসনের প্রেক্ষাপটে মার্কিন সাম্রাজ্যবাদের স্বরূপ অনুধাবন আমাদের জন্য জরুরী। এই নিবন্ধটি তাতে কিছুটা সহায়তা করবে] আমার পদ্ধতি হচ্ছে শক্তির দুটো উৎসের মধ্যে উত্তেজনার ফলাফল হিসেবে সাম্রাজ্যবাদকে দেখা। একটি হচ্ছে ভূখন্ডগত উৎস, যা নিহিত থাকে রাষ্ট্রীয় সংগঠনে। আর একটি শক্তির পুঁজিতান্ত্রিক যুক্তি (capitalist logic of power) যা হচ্ছে অর্থ, সম্পদ এবং পুঁজির প্রবাহ ও সঞ্চালন। আমি জোরালোভাবে বলি যে, আপনারা একটিকে আর একটিতে রূপান্তরিত করতে পারেন না। দুটি সম্পূর্ণভাবে একে অপরের সাথে সঙ্গতিপূর্ণ- এই বিশ্বাসটি করে কখনো কখনো ভুলসমূহের মধ্যে ভুল করা হয়। বাস্তবে তারা একে অপরকে সহযোগিতা করে এবং কখনো একে অপরের বিরুদ্ধে যায়- এবং সর্বদা তারা উত্তেজনার মধ্যে থাকে; যা সাম্রাজ্যবাদ ত...