পোস্টগুলি

2023 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
  অনেক দিনের আগের একটা কথা মনে পড়লো। আমার এক বন্ধুর মা আমার স্ত্রীকে বলেছিলেন। গ্রাম থেকে কাজ করার জন্য একটা মেয়ে নিয়ে আসলে বেশী দিন থাকতে চায় না। কোনো রকমে ছয় মাসও টিকতে চায় না। যতই আদর-যত্ন করি, ভালো খাবার-দেই তাও সুযোগ পেলে একবার গ্রামের বাড়ী গেলে আর আসে না। তখন আর একজনের খোঁজ করতে হয়। আসলে অল্প বয়সী একটা কিশোরী মেয়ে তার বাড়ীতে যতই দারিদ্র্য থাকুক, সেটা তার নিজের বাড়ি, মাঠে থেলে দৌঁড় দিয়ে মায়ের কাছে গিয়ে ভাত চায়। মা শাক-কচুর ডাটি যাহোক একটা কিছু দিয়ে ভাত দেয়। তাই অমৃত সমান। শহরে তার স্বাধীনতা নাই। ভয়ে ভয়ে থাকতে হয়। এই বুঝি কিছু একটা ভুল হলো। আসলে শহরের সায়েবদের বাড়ীতে পরাধীনতার চেয়ে এই কিশোরীটির নিকট স্বাধীনতা, অন্তত পক্ষে স্বাধীনভাবে কথা বলা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবক্ষেত্রে সত্য। কিন্তু আমরা বুঝতে পারি না। উপর থেকে চাপিয়ে দেয়া কোনোই কিছুই আখেরে টেকসই হয় না।
  গ্রহে এসে চিৎকার করতেই সেই চিৎকার ছাপিয়ে যায় দূর ফিলিস্তিন থেকে প্রতিরোধের নান্দনিক শব্দে আমার কান্না থেমে যায় আমি হেসে উঠি আমার চারপাশে থাকা জনেরা হেসে উঠে আ্নন্দে দেখি আমার মায়ের আনন্দাশ্রু্ দেখি বাবার আনন্দ
  সামান্য মনুষ্য সত্তা ইতিউতি পায়ে জীর্ণ সড়কে হাটে অনেক উন্নতি দেখে জড় কাঠামোর সর্বপ্রাণের উন্নতি সামান্যই

PLENARY Eric Scerri: "On the nature of chemical bonding"

ছবি

জৈব যৌগের প্রতিপস্থাপন বিক্রিয়া: নিউক্লিওফিলিক

ছবি
  তুচ্ছদের জগতে স ম আজাদ   তুচ্ছদের জগতে তুচ্ছতম আমি মাকড়ার জালের মত পুঁজির জালে বন্দী হাসফাস করি বেরুতে পারি না। অথচ এই জাল ছিড়ে বেরুলেই মুক্তি
     চারদিকে অধঃপতন, বিচ্ছিন্নতা, বিমানবিকতা কোন তরীতে ভিড়বো অবশেষে তার খোঁজ পাই না সাম্য-মৈত্রী-স্বাধীনতা-সমাজতন্ত্র-কমিউনিজমের তরীগুলো দুর্দশাগ্রস্থ

Characteristics of some members of my in-laws family

Characteristics of some members of my in-laws family : 1. Superiority complex 2. Narcisism 3. Autocracy 4. Chronic Depression 5. Bipolar 6. Always honeymoon with the power My life becomes hell. May be I have to live alone in a remote place like Ishwar Chandra Bidyasagar, who lived in a remote place from Kolkata.

সকল যন্ত্রণা ধেয়ে আসছে স ম আজাদ

  সকল যন্ত্রণা ধেয়ে আসছে স ম আজাদ সকল যন্ত্রণা ধেয়ে আসছে মায়া-মমতা সরে যাচ্ছে এর মাঝে যদি কেউ বলে, ‘তুমি কেমন আছো’, বলি, ‘নরকে আছি’ চারপাশে আপনারা নরক তৈরী করেছেন বিলাসিতার নরক আপনারা বলেন গাঁয়ে ডুপ্লেক্সের স্বর্গ তৈরী করেছি আয় বেড়িয়ে যা দেখে যা সেই নিরোর মত রোম যখন পুড়ছিল, তিনি তখন বাঁশি বাজাচ্ছিলেন আপনাদের তৈরী করা নরকে অন্যরা পুড়ে আপনারা আপনাদের স্বর্গে আনন্দ-উল্লাসে মেতে উঠেন।

শিক্ষা শ্রমিক স ম আজাদ

  শিক্ষা শ্রমিক স ম আজাদ আমি কোনো সাহেব-সুবা নই। ডাক-সাইটে অধ্যাপকও নই। কৃষি-শ্রমিক, মুটেমজুর নই, কিন্তু তাঁদের শ্রম-ঘামের প্রাণ স্পন্দন টের পাই আমার আইনিক ও রক্তসম্পর্কের কোনো কোনো আত্মীয়কুল যখন বলে আমিতো জাতে উঠতে পারলাম না দশটাকা-পঞ্চাশ টাকার আদমই রয়ে গেলাম আমার প্রাতিষ্ঠানিক দেশী-বৈদেশী সনদ পেশাবের যোগ্য উত্তর প্রজন্মও বলে মান-সম্মান থাকে না কারণ আমি নিজেই শ্রমিক, শিক্ষা-শ্রমিক।
ছবি
 

রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ স ম আজাদ

রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ     রাসায়ানিক বিক্রিয়াতে জড়িত থাকে নানা ধরনের পদার্থ প্রস্তুত করতে যৌগসমূহে উপস্থিত মৌলগুলোর পুনর্বিন্যাস । বিক্রিয়াকে লেখা হয় সাধারণত বিক্রিয়কগুলোর সমষ্টি হিসেবে , যখন বিক্রিয়কগুলো সংযুক্ত হয়ে কতগুলো উৎপাদ তৈরী করে । A + B → C + D এখানে ,  A , B , C ও D উপস্থাপিত হয় রাসায়নিক যৌগ হিসেবে । ভর সংরক্ষণ নীতি দিয়ে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণের প্রক্রিয়া পরিচালিত হয় । নীতিটি হলো : রাসায়নিক বিক্রিয়া ভর সৃজন বা ধ্বংস করতে পারে না । এই নীতিটির বেশকিছু প্রভাব আছে যা দিয়ে একটি বিক্রিয়া বৈধ কিনা তা নির্ণয় করা যায় । ১ । বিক্রিয়কসমূহের ভর অবশ্যি উৎপাদসমূহের ভরের সমান হতে হবে । ২ ।   বিক্রিয়কে উপস্থিত প্রত্যেকটি মৌলিক পদার্থকে অবশ্যি উৎপাদে থাকতে হবে । ৩ । বিক্রিয়কে উপস্থিত প্রত্যেক প্রকারের পরমাণুর সংখ্যা অবশ্যি উৎপাদে উপস্থিত প্রত্যেক প্রকার পরমাণুর সংখ্যার সমান হতে হবে ।   উদাহরণ :  ইথিলিন ও অক্সিজেন গ্যাস পরস্পরের সঙ্গে ...
  If two neighbors are fighting, it means that an Englishman visited one of them yesterday ~ Irish proverb এই আইরিশ প্রবচনের অনুরূপ কিন্তু আরো ভয়ংকর ঘটনা ঘটাতে পারে আমার শ্বশুরকুলের দু-একজন সদস্য। তারা অন্য পরিবারে দীর্ঘকাল বিবাদ জারী রাখতে অনুঘটকের কাজ করেন। ধিক তাদের।