বিপ্লব তুমি ফিনিক্স পাখি



বিপ্লব তুমি ফিনিক্স পাখি
উৎসর্গ: আমার সমাজতন্ত্রাভিমুখী চিন্তা-চেতনায় প্রেরণার উৎস প্রয়াত ফারুক ভাইকে
স ম আজাদ

বিপ্লব তুমি
ফিনিক্স পাখি।
মেহনতিদের ঘুমন্তাবস্থা থেকে
তুমি
 চালকের আসনে
অধিষ্ঠিত করো
নাকচ হয়ে যায়
শোষণ-বঞ্চণা
বিপ্লবের ঝড়ো হাওয়ায়
প্যারিস কমিউন, অক্টোবর বিপ্লব দেখিয়ে দেয়
মেহনতি শ্রেণির
শোষণহীন সমাজ গড়ার
 সক্ষমতা
বার্লিন দেয়ালের পতনে উচ্ছসিত
 তুমি
ফ্রান্সিস ফুকায়ামা।
 দম্ভভরে উচ্চারণ করো
‌ইতিহাসের অবসান
                                   শোষিত শ্রেণি জেগে উঠবেই                      
নয়া ইতিহাস রচনা করবেই
তোমার ঘোষণার মৃত্যু ঘন্টা বাজবেই।
বিপ্লব
 তুমি যে ফিনিক্স পাখি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি