ফিলিস্তিন বিপ্লব
ফিলিস্তিন
বিপ্লব
স
ম আজাদ
আজ যেদিকে তাকাই
ফিলিস্তিন থেকে সিরিয়া
তামাম মধ্যপ্রাচ্য
কোথাও
কোনো শান্তি নেই
চারদিকে দেখি মানবতা
ভূলুন্ঠিত।
বারুদের
আগুনে জ্বলছে সব
জ্বলছে
নগর, জ্বলছে উপত্যকা।
সাম্রাজ্যবাদী
শকুনেরা উড়ছে
মধ্যপ্রাচ্যের
আকাশে।
মধ্যযুগীয়
বর্বর আইএস-এর তান্ডব লীলায়
আকাশ
আজ ভারী।
শিশু-পিতা-মাতা-ভাই-বোন
সবার
কান্নার রোল
চার
দিকে স্বজন হারানোর বেদনায়।
মাহমুদ
দারবিশ- এডওয়ার্ড সাঈদ
তোমাদের
স্বপ্নের স্বাধীন ফিলিস্তিনে
জায়নতান্ত্রিক
নখের আঁচড়
খামচে
ধরেছে।
জেগে
উঠবে কী
ফিলিস্তিন বিপ্লবের ফিনিক্স পাখী!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন