আমার কৃষ্ণকলি


আমার কৃষ্ণকলি
স ম আজাদ

এ বিশ্বের যা কিছু মায়াময় স্বপনীল
 তা তোমার জন্য।
 এই পৃথিবী, মহাবিশ্ব সুন্দর
 তা তোমার চোখ দিয়ে দেখি বলে।
সবুজ কচু পাতায় উপচে পড়া
এক বিন্দু মুক্তোর মতন শিশির কণায়
ঝরে পড়ে সকাল বেলার রোদ্দুর
বিচ্ছুরিত হয় মাল্টিক্রোমেটিক স্পেকট্রাম
সেখানে মগ্ন হই আমি
দেখি তোমার মহাবৈশ্বিক সৌন্দর্য।
আদি পৃথিবীতে প্রথম মানবিক পদচিহ্ন
একে যে দিয়েছিল
সে হলো প্রথম মানবী
সে হলো তুমি
আমার কৃষ্ণকলি
আমার কবিতা মানবী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি