পুঁজিতন্ত্র সংবীক্ষণ
পুঁজিতন্ত্র সংবীক্ষণ
স ম আজাদ
হায় পুঁজিতন্ত্র
তুমি মানব সংহারে চ্যাম্পিয়ন
তুমি সাম্রাজ্যবাদী সমরবাদীর দ্রোণ আক্রমণ
নিযুত নিযুত নিরপরাধ লাশের কান্না-কলরোল।
তোমার মুনাফা লোভের থাবায় সারা দুনিয়া আজ ক্ষত-বিক্ষত
রক্ত ঝরছে ফিলিস্তিন, ইরাকে, আফগানিস্তানে, কাশ্মিরে
তুমি ধণীর বউয়ের চৌদ্দ হাত শাড়ী
তিনি তোমাকে যেমন খুশী তেমনি পরিধান করেন
কখনো মোহনীয় লাস্যময়ী বেআব্রুরূপে
কখনো উচ্চমার্গের দ্রৌপদীয় কলায়
তুমি ইয়াংকিস্তানে সৌদি প্রিন্সের বেহায়াপনা।
আর গরীবের বউয়ের খাঁটো
দশ হাত শাড়ী তুমি
তার পরিধেয়রূপে বড্ড
অপ্রতুল তুমি
একপাশ আবৃত করলে অপর পাশ
বেআব্রু হয়ে পড়ে
কোনোভাবেই তার অভাব
মেটেনা।
তুমি বঙ্গদেশের ধানকাটা
মজুরের হাহাকার
তুমি প্রোলেতারিয়েত
শিক্ষকের দশক দশক ব্যাপী অভিশাপ
তুমি প্রকৃতি বিনাশী
তোমার রামপালের থাবায়
ম্যানগ্রোভ সুন্দরবন
হায় আর কতকাল অপেক্ষা
জেগে উঠবে কি তোমার
কবর খনকেরা! 
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন