পুঁজিতান্ত্রিক দুনিয়াতে শিশুত্ব
পুঁজিতান্ত্রিক দুনিয়াতে শিশুত্ব
স ম আজাদ
সুকান্তের
অঙ্গীকার ছিল নবজাতকের কাছে
তার দুনিয়াটাকে
বাসযোগ্য করবার
তিনি অন্তর দিয়ে
বুঝেছিলেন
পুঁজিতন্ত্রে
শিশুর জগৎ ক্রমাগত সংকুচিত হয়
তার খেলার মাঠ,
বাগান, গুলতি হারিয়ে যায়
এই পৃথিবী কী আনন্দময়
সে ভুলে যায়
ক্রমাগত বড় হতে
হতে
তার শিশুবেলায়
শুরু হয়ে যায় প্রতিযোগীতা
পিতা-মাতা
প্রতিষ্ঠান মেতে উঠে তাকে নিয়ে
যেন বড় হতে হতে
সে হয়ে উঠে ছাঁচেঢালা এক বনসাই।
আর গৃহহীন পথশিশু
সে বড় হতে থাকে আর একভাবে
ট্রেন-স্টেশনের প্লাটফর্মে, উড়াল পুলের নীচে তার রাত
কাটে
নির্মম
পুঁজিতান্ত্রিক দুনিয়াতে
শিশুবেলাতেই
হারায় তার শিশুত্ব।
পুঁজিতান্ত্রিক দুনিয়াতে সকল শিশুই হারায় তার শিশুত্ব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন