প্রতি-কবিতা স ম আজাদ
প্রতি-কবিতা
স ম আজাদ
আজ সময় নয় কবিতার
নন্দন ঐশ্বর্যে অবগাহনের
সময় নয় মধুবন্তী
নারীর রূপ-মাধূর্যে লিন হয়ে কাব্যচর্চার
উদারনৈতিক উন্নয়নের
ভারী ভারী প্রকল্প থেকে চুইয়ে পড়া উচ্ছিষ্ট
প্রকট করে চারদিকে
বৈষম্যের ঘনঘটা
ট্রেনের অন্ধ ভিক্ষুক-হকার-পকেটমার
কারো দৃশ্যমান উন্নতি চোখে পড়েনা
ভোর রাতে ওদের দেখা যায় জুবুথুবু হয়ে ঘুমাতে
প্ল্যাটফরমে
গ্রামীণফোনের
ঔদ্ধত্যময় অট্টালিকার পাশে
নিয়মিত এক বৃদ্ধা
হাত পাতে সন্ধ্যায়
পথচারীদের কেউবা
হাতে গুঁজে দেয় কাগুজে নোট
গ্রামীণফোন ওর
প্রতিবেশী
ওরও গড় আয় হবে
মিলিয়ন টাকায়
তৃণমূলে বিদ্যায়তনগুলোর
পরিচালনে
ক্লাউনগুলো ভর করে
থাকে
প্রতিষ্ঠান প্রধান
রূপান্তরিত
অবৈধ সরবরাহকারীতে
বিজ্ঞানের ব্যবহারিক
পরীক্ষণে
প্রহসনের নহর বয়ে
যায়
তরুণ-তরুণীরা ‘আধুনিকতা’-র গড্ডালিকা প্রবাহে পথ হারিয়ে ফেলে
এ দাহকালে আজ আর
কবিতা নয়
চাই প্রতি-কবিতা।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন