আনুভূমিক পরিবর্তন ও উলম্ব পরিবর্তন

আনুভূমিক পরিবর্তন ও উলম্ব পরিবর্তন
স ম আজাদ
ক্রাচে ভর করে ধীরে ধীরে এগিয়ে চলে
দু’জন প্রতিবন্ধী ভিক্ষাজীবি
সূরা ফাতেহা আবৃত্তি করে সুললিত দ্বৈত কন্ঠে
সূর্যের আলোয় আলোকিত রাজপথের জন-ভীড়ে
কেউ কেউ পারলৌকিক পূণ্যের আশায়
দান করে দু-দশ টাকা
এগিয়ে চলে ভিক্ষুকদ্বয়
পরিবর্তন তাদেরও হয়
নিছক আনুভূমিক পরিবর্তন
উল্লম্ফন ঘটে না কখনো
যে রাষ্ট্রে তাদের অধিষ্ঠান
তার উল্লম্ফন ঘটে
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি