মজুর কৃষাণের বিষন্ন মুখ


মজুর কৃষাণের বিষন্ন মুখ
স ম আজাদ

আকাশে মেঘ মজুর বউয়ের বিষন্ন মুখ
তার বর দূর দেশে গেছে
নদীর ওপারে কাজে
ধান কাটার ভরা মৌসুমে
গেরস্থ মোবাইল করেছিল
দল বেঁধে কাজের যাওয়ার জন্য
কাজ শেষে ফিরছে দিনাজপুর গামী একতা এক্সপ্রেসে
মজুরেরও বিষন্ন মুখ
হিসাব মত রোজগার হয়নি এ মৌসুমে
ট্রেনের এক কোণে বসে  ট্যাকে রাখা টাকাগুলো গোণে বারবার
কপাল কুঞ্চিত হয়
ঋণের কিস্তি বউয়ের কাপড় সন্তানের বায়না
ছাপড়া ঘরে বরষা এলে পানি পড়ে
ঘরটার মেরামতি দরকার
কিছুতেই হিসাব মেলে না
হিসাব মেলে না
মজুর কৃষাণের।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি