বিজ্ঞান ও নৈতিকতা: প্রসঙ্গ স্টেম সেল গবেষণা মূল: জন পারিঙ্গটন অনুবাদ: স ম আজাদ
বিজ্ঞান ও নৈতিকতা: প্রসঙ্গ স্টেম সেল গবেষণা মূল: জন পারিঙ্গটন অনুবাদ: স ম আজাদ বর্তমানে স্টেম সেল গবেষণা বিজ্ঞানের সবচেয়ে সাড়া জাগানো এবং সবথেকে বিতর্কিত ক্ষেত্র। এটি আবার সংবাদ শিরোনাম হয় যখন মানবকোষ থেকে জিন নিয়ে খরগোশ, গরু অথবা ছাগলের ডিম্বে প্রোথিত করে ভ্রুণ সৃষ্টি করে তা থেকে স্টেম সেল তৈরী করার প্রস্তাব দেন ব্রিটিশ বিজ্ঞানীবৃন্দ। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে ব্রিটিশ সরকার এ ধরনের গবেষণাকে নিরুৎসাহিত করতে পরিকল্পনা করছে। এতে ধর্মীয় গ্রুপগুলোর চাপে মন্ত্রীগণ প্রভাবিত হচ্ছেন - এ দাবীটি শক্তিশালী হয়। নিয়ন্ত্রক সংস্থা হিউমান ফারটিলাইজেশন এন্ড এমব্রায়োলজি অথোরিটি এ ধরনের গবেষণা দেখভাল করে। এ সংস্থাটি বলেছে যে কেবলমাত্র ব্যাপকমাত্রায় জিন-বিতর্ক এবং আলোচনার পরেই এ গবেষণায় অগ্রসরের অনুমতি দেয়া যেতে পারে। এ গ্রুপ বিশ্বাস করেন যে এ ধরনের গবেষণা বিপদজনক ও অনৈতিক। অন্যদিকে বিজ্ঞানীগণ অভিমত পোষণ করেন যে ডায়াবেটিস ও পারকিনসন রোগের মত নানাবিধ রোগের চিকিৎসার উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ। এ দুটি গ্রুপের মধ্যে বিতর্ক দানা বাঁধছে। এটি আশ্চর্য্য ...