ফাল্গুন সেলিনা বেগম
ফাল্গুন
সেলিনা বেগম
ফাল্গুন তুমি এসেছ ধরায় চিরাচরিত নিয়মে
যেভাবে তুমি এসেছিলে প্রকৃতিতে বিগত দিনে
ফাল্গুন তুমি আবারও আগামী পৃথিবীতে আসবে
সেদিন নতুন পৃথিবী পুনরায় আবারও হাসবে
তাইতো আমার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন,
“মানব জীবনে যৌবন শুধু একবারই এসে যায়
কিন্তু সমাজ জীবনে যৌবন চির বিরাজময়।
তাঁরই কথার সুর মিলিয়ে আমাকে বলতে হয়
যেদিন আমি আর থাকবো না এ ধরায়
সেদিনও ফাল্গুন তুমি আসবে নিয়মেরই ধারায়
ফাল্গুন তুমি সেই ফাল্গুন যে ফাল্গুনে
আমার দেশের ভাষা শহীদেরা দিয়েছিল রক্ত
তাইতো আমরা তোমাকে স্মরণ করতে
সদাই ব্যস্ত সকল ভক্ত।
ফাল্গুন তুমি সেই ফাল্গুন যে ফাল্গুনে বাঙ্গালীরা
দিল ভাষার জন্য প্রাণ
তাই ফাল্গুন বিশ্ববাসীর কাছে তুমি পেলে আজ
আন্তর্জাতিক মর্যদার মান।
কোকিলের গানে মহুয়ার বনে তোমারি আগমনি সুর বাজে
পুষ্প পল্লবে, আম্র মুকুলে প্রকৃতি যেন এক অপরূপ রূপে সাজে
তোমারই আগমনি সুর
ধরণীকে করেছে মধুর
তাইতো আমরা উৎসব মুখর এই দিনে
সকলেই আনন্দে বিভোর।
সেলিনা বেগম
ফাল্গুন তুমি এসেছ ধরায় চিরাচরিত নিয়মে
যেভাবে তুমি এসেছিলে প্রকৃতিতে বিগত দিনে
ফাল্গুন তুমি আবারও আগামী পৃথিবীতে আসবে
সেদিন নতুন পৃথিবী পুনরায় আবারও হাসবে
তাইতো আমার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন,
“মানব জীবনে যৌবন শুধু একবারই এসে যায়
কিন্তু সমাজ জীবনে যৌবন চির বিরাজময়।
তাঁরই কথার সুর মিলিয়ে আমাকে বলতে হয়
যেদিন আমি আর থাকবো না এ ধরায়
সেদিনও ফাল্গুন তুমি আসবে নিয়মেরই ধারায়
ফাল্গুন তুমি সেই ফাল্গুন যে ফাল্গুনে
আমার দেশের ভাষা শহীদেরা দিয়েছিল রক্ত
তাইতো আমরা তোমাকে স্মরণ করতে
সদাই ব্যস্ত সকল ভক্ত।
ফাল্গুন তুমি সেই ফাল্গুন যে ফাল্গুনে বাঙ্গালীরা
দিল ভাষার জন্য প্রাণ
তাই ফাল্গুন বিশ্ববাসীর কাছে তুমি পেলে আজ
আন্তর্জাতিক মর্যদার মান।
কোকিলের গানে মহুয়ার বনে তোমারি আগমনি সুর বাজে
পুষ্প পল্লবে, আম্র মুকুলে প্রকৃতি যেন এক অপরূপ রূপে সাজে
তোমারই আগমনি সুর
ধরণীকে করেছে মধুর
তাইতো আমরা উৎসব মুখর এই দিনে
সকলেই আনন্দে বিভোর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন