যদি হিমালয়ের হিমবাহকে জিজ্ঞাসা করি, স ম আজাদ
যদি হিমালয়ের হিমবাহকে জিজ্ঞাসা করি
স ম আজাদ
যদি হিমালয়ের হিমবাহকে জিজ্ঞাসা করি
তুমি কেমন আছো?
ও বলে আমি ভালো নেই
যদি সুন্দরবনকে কুশল জিজ্ঞেস করি
ও বলে আমি ভালো নেই
আমাজনও বলবে একই কথা
আমি নিশ্চিত।
মহাসাগরের তীর দাঁড়িয়ে আমি ওকে অনুভব করতে চাই
ওইবা কেমনে ভাল থাকবে!
ফ্রান্সের আয়তনের সমান প্লাস্টিকের পুরো দ্বীপ
ওর বুকের ওপর ভাসছে
ও বেদনায় নীল।
বিপুল মানুষের অসহায় চোখ জানান দেয়
সম্পদ চুইয়ে পড়ে, ডাহা মিথ্যা
বরং সম্পদ লাফিয়ে সংখ্যালঘু এক পারসেন্টের কাছে
কেন্দ্রীভূত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন