বিদ্রোহের পাঠ: ইলিয়ানর মার্কস মুল: সিয়োভান ব্রাউন অনুবাদ: স ম আজাদ
বিদ্রোহের পাঠ: ইলিয়ানর মার্কস মুল: সিয়োভান ব্রাউন অনুবাদ: স ম আজাদ ১. ভূমিকা ইলিয়ানর মার্কস ছিলেন একজন সংগ্রামী, একজন সংগঠক এবং একজন লেখক। তিনি নিজেকে নিয়োজিত রাখেন সাম্রাজ্যবাদ, বর্ণবাদ এবং যৌণবাদের বিরুদ্ধে সংগ্রামে। তিনি সারা জীবন তাঁর চারপাশে একটিভিস্ট দ্বারা পরিবেষ্টিত থাকতেন, এবং তাঁর সময়কার একজন মহান একটিভিস্ট হন। তিনি মহান বিপ্লবী কার্ল মার্কসের কনিষ্ঠা কন্যার থেকেও বেশী কিছু ছিলেন। আমাদের সবার মত, তিনিও গড়ে উঠেন যে সময়ে তিনি বাস করতেন এবং কাজ করতেন, সেই সময় দিয়ে। ১৮৭১-এ সংঘটিত প্যারিস কমিউন থেকে ১৮৮০-এর দশকের নয়া ইউনিয়নিজম আন্দোলনের সময় ব্রিটিশ শ্রমিকদের রুখে দাঁড়ানো পর্যন্ত, সময়ের জয়-পরাজয়গুলো প্রোথিত হয় ( distilled ) ইলিয়ানরের রাজনৈতিক চিন্তায়, কর্মে এবং প্রতিশ্রুতিতে। তিনি থিয়েটার ও অভিনয়ের অনুরাগী ছিলেন। এই অনুরাগ শ্রমিকদের শত শত সভাতে বক্তৃতা করতে সহায়ক হয়েছিলো। তিনি একজন আগ্রহী পাঠক ছিলেন এবং আনন্দ দিতে পারতেন । ব্রিটিশ দর্শকদের কাছে তিনি ইবসেন ও ফ্লবার নিয়ে আসতে সহায়তা করেছিল...