কংক্রিটের জঙ্গল স ম আজাদ

কংক্রিটের জঙ্গল

স ম আজাদ

 
কংক্রিটের জঙ্গল থেকে ধূর্ত শেয়াল এসেছে গাঁয়ে দলবল নিয়ে।
গাঁওটাকে তারা সবুজের বদলে
কংক্রিটের দঙ্গল বানিয়ে ছাড়বে।
ঘাস ফড়িংয়ের দল সন্ত্রস্ত ও রক্তাক্ত
কাফকার তেলেপোকাও চিন্তাগ্রস্থ
কিন্তু তারা আনন্দের মচ্ছব করছে
শেয়ালের সাথে কুমিরও আছে
ছাগলও এসে লাফাচ্ছে ওদের সাথে
ছাগল ভুলে গেছে ওরা এক সময় ওকে খেয়ে ফেলবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি