1 জন-এর একটি ছবি হতে পারে 

 

আয়নাল হোসেন। আমার আয়নাল ভাই। তাঁর কর্মস্থল এলেঙ্গা বাস স্টপ। তিনি এখানে ২০ বছরের অধিক কাজ করেন। এর আগে কোন এক ফেরিঘাটেও ৫/৬ বছর কাজ করেছিলেন। ওনার বাড়ি আদাবাড়ি। জন্ম প্রতিবন্ধী। কিন্তু মানসিকভাবে খুব শক্তিশালী, শারীরিকভাবেও। ওনার পেশার অন্যরা ওনাকে সমীহ করেন। ওনি যে বাস ওঠেন সেখানে অন্যরা উঠে না। দিন রোজগার ৩০০ টাকার ওপর। ওনি কেবল লোকাল বাসেই ওঠেন ভিক্ষা করতে। লোকাল বাসের সাধারণ যাত্রীই খুশী মনে ভিক্ষা দেয়। বিশেষ করে চরের সাধারণ মানুষ। দূর পাল্লার বাসে ভদ্রলোক যাত্রী বেশী, তারা ভিক্ষুক দেখলে বিরক্ত হন। ওনি আমাকে দাওয়াত দিয়ে রেখেছেন তাঁর বাড়িতে। কবে যাবো জানি না। নয়াউদারনীতিবাদী অর্থনীতি জারি আছে যে সমস্ত দেশে তা সেগুলো যত ধনীই হোক না কেন, সেখানেও ভিক্ষাবৃত্তি আছে, কিন্তু ভিন্ন রূপে। ব্রিটেনে হালে অধ্যয়নকালে সিটি সেন্টারে ভিক্ষুক দেখেছি। আসলে শ্রেণীবিভক্ত সমাজ যেখানে মানুষের ওপর আধিপত্য ও দাসত্ব তা যেরূপেই জারি থাকুক না কেন, সেই সমাজ হল বিমানবিক। পুঁজিতন্ত্রও বিমানবিক। মানব সমাজকে তাই দীর্ঘযাত্রা জারি রাখতে হবে সমতাবাদী সমাজের দিকে। আর তাঁর প্রাণখোলা হাসি খেয়াল করুন। কোন হতাশা নেই। আমরা মধ্যবিত্তরা প্রাণখুলে সবসময় হাসতে পারি না। নানা কিসিমের ডিপ্রেশনে আক্রান্ত আমাদের এই মধ্যবিত্ত শ্রেণী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি